রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ প্রাইভেটকার চালক আবুল কালাম (২৬) মারা গেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।ঢামেক আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক শাহ আলম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করে জানান, কালামের শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল। বার্ন ইউনিটে কালামের অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।উল্লেখ্য, গত ৯ জানুয়ারি মগবাজার আগোরার সামনে রাস্তার পাশে দাঁড় করানো তার গাড়িতে দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছুড়লে আগুন ধরে যায়। দগ্ধ অবস্থায় রাতেই তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয়।নিহত কালামের বাড়ি বরিশালের আগৈলঝরায়। ঢাকায় থাকতেন কলাবাগান এলাকায়। রাজু আহমেদ নামের এক ব্যক্তির গাড়ি চালাতেন তিনি।-বিএ