সাভারে রানা প্লাজা ধসের মামলায় প্রকৌশলী রাকিবুল হাসান রাসেলের জামিন বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আনা আপিল আবেদন খারিজ করে দেয়।আদালতে রাসেলের পক্ষে আইনজীবী ছিলেন হেলাল উদ্দিন মোল্লা। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী।আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা জানান, আপিল বিভাগের এ আদেশের ফলে আসামির কারামুক্তিতে কোনো আইনগত বাধা থাকল না।২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের মর্মান্তিক ঘটনা ঘটে। ওই ঘটনায় সহস্রাধিক লোক নির্মমভাবে নিহত হয়। যাদের অধিকাংশই ওই ভবনে থাকা পাঁচটি পোশাক কারখানার শ্রমিক। এছাড়াও আহত হয়ে পঙ্গত্ব বরণ করে অনেকে।ঘটনার পরদিন সাভার মডেল থানায় রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল আহমেদ বাদী হয়ে ইমারত আইনে একটি মামলা করেন। বিধিমালা না মেনে রানা প্লাজা নির্মাণের অভিযোগ আনা হয় মামলায়। এ মামলায় ওই বছর ২৯ মে প্রকৌশলী রাসেলকে গ্রেফতার করে পুলিশ। আসামি রাসেল গত বছর ১৫ জুলাই হাইকোর্ট খেকে জামিন পান। এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি ১৭ জুলাই ওই জামিন স্থগিত করে দেয় এবং রাষ্ট্রপক্ষকে ‘লিভ টু আপিল’ আবেদন করতে বলে। রাষ্ট্রপক্ষে আনা আপিল আবেদন শুনানির পর বৃহস্পতিবার খারিজ করে দিল আদালত।আরএস