দেশজুড়ে

জঙ্গিরা বঙ্গবন্ধুর খুনিদের মতোই আত্মস্বীকৃত খুনি : ইনু

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমানে জঙ্গি দমনের যুদ্ধটা রাজনৈতিক কর্তব্য। যারা জঙ্গি দমনের যুদ্ধ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন তারা মূলত এর সাফল্যকে আটকাতে চাচ্ছেন। তিনি বলে, বেগম খালেদা জিয়া যতই বিভ্রান্তির চেষ্টা করুক না কেন যুদ্ধাপরাধীদের মতো জঙ্গিদেরও বাঁচাতে পারবে না। জঙ্গি পরিচয় নিয়ে বিভ্রান্তির কিছু নেই। ওরা বঙ্গবন্ধুর খুনিদের মতোই আত্মস্বীকৃত খুনি। বুধবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ গণমানুষের সঙ্গে জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।জাতীয় নির্বাচন সর্ম্পকে তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তুতি হিসেবে তার দলকে গোছানোর নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের সঙ্গে নির্বাচনের সময় হেরফের হওয়ার কোনো কারণ নেয়। নির্বাচন যথাসময়ে সাংবিধানিকভাবেই হবে। কেউ তা আটকাতে পারবে না। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, পৌর মেয়র শামিমুল হক ছানা, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আল-মামুন সাগর/এসএস/এমএস