টানা অবরোধে রেলপথে নাশকতা প্রতিরোধ, ট্রেন চলাচল স্বাভাবিক রাখা ও যাত্রীদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী বিভাগের ঝুঁকিপূর্ণ রেলপয়েন্টে আনসার ভিডিপি মোতায়েন করা হয়েছে। বিভাগের আটটি জেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ছাড়া বাকি সাতটি জেলার ১৬৯টি ঝুঁকিপূর্ণ রেলপয়েন্টে মোট এক হাজার ৩৫২ জন আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। গত ১২ জানুয়ারি সন্ধ্যা থেকে তারা দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।সূত্রটি আরো জানায়, সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে দেশের ৩৬টি জেলার এক হাজার ৪১টি পয়েন্টে ইতোমধ্যে আট হাজার ৩২৮ জন আনসার ভিডিপি সদস্য নিয়োগ সম্পন্ন করা হয়েছে। প্রত্যেক ঝুঁকিপূর্ণ পয়েন্টে পিসি এবং এপিসির নেতৃত্বে আটজন করে দিন-রাত দায়িত্ব পালন করছে। এছাড়া রাজশাহী বিভাগের রাজশাহী জেলার ১৯ পয়েন্টে ১৫২ জন, নাটোরের ৩৫ পয়েন্টে ২৮০, জয়পুরহাটের ২১ পয়েন্টে ১৬৮, নওগাঁর ১০ পয়েন্টে ৮০, বগুড়ার ৩৮ পয়েন্টে ৩০৪, পাবনার ২৫ পয়েন্টে ২০০ ও সিরাজগঞ্জের ২১ পয়েন্টে ১৬৮ জন আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।