রাজনীতি

বিএনপি নেতাদের সাথে কূটনীতিকদের বৈঠক

বিএনপির টানা অবরোধ আন্দোলনের মধ্যে দেশের চলমান অবস্থা নিয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিদেশি কূটনীতিকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের গুলশানের বাসভবনে কূটনীতিকরা এ বৈঠকে বসেন।ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, স্পেন, নরওয়ে ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান ছাড়াও অন্যান্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও অবসরপ্রাপ্ত এয়ার কমোডর শফিকুর রহমান বৈঠকে রয়েছে বলেও জানা যায়।আরএস