বিনোদন

বাবার সঙ্গে বন্ধুত্ব সোনমের

বাবার কাছে কোনো কথাই গোপন করেন না সোনম কাপুর। বাবা অনিল কাপুরের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কাজ, ভালো লাগা থেকে শুরু করে সোনমের ভালোবাসার মানুষটির কথাও জানেন তার বাবা। সম্প্রতি এমনটিই দাবি করেছেন সোনম। তিনি বলেন, `বাবার সঙ্গে আমার খুব আন্তরিক সম্পর্ক। সবকিছু বলতে পারি তাকে। তিনি খুব ভালো পরামর্শ দেন। কিন্তু কোনো কিছুতে বাধা দেন না। আমি আমার মায়ের কাছে যা বলতে পারি না, তা নিঃসংশয়ে বাবাকে বলে দিই।` মুম্বাইয়ে দেয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সোনম তার বাবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এ কথাই বিস্তারিতভাবে জানিয়েছেন। বর্তমানে `ডলি কা ডোলি` ছবির প্রচার নিয়ে ব্যস্ত আছেন সোনম। ২৩ জানুয়ারি ছবিটি মুক্তি পাচ্ছে। এ ছবির প্রযোজক আরবাজ খান, পরিচালক অভিষেক ডোগরা। সোনম ছাড়াও এ ছবিতে আরো অভিনয় করছেন পুলকিত সম্রাট, বরুণ শর্মা ও রাজকুমার রাও। `ডলি কা ডোলি` ছবি প্রসঙ্গে সোনম বলেন, `এ ছবিতে অভিনয় করতে আমাকে প্রচুর খাটতে হয়েছে। বিভিন্ন ধরনের বই পড়তে হয়েছে। ছবিটি নিয়ে আমি শতভাগ আশাবাদী।`