নাইজেরিয়ার দুটো শহরে বোকো হারামের জঙ্গিরা গত সপ্তাহে যে ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাশাপাশি সেই দুটো এলাকার কিছু স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে।আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি বলছে, উত্তর-পূর্ব নাইজেরিয়ার বাগা এবং ডরন-বাগা শহরে হামলার আগের ও পরের ছবি দেখে তারা মনে করছেন সেখানে সাড়ে তিন হাজরের মতো বাড়িঘর ধ্বংস করা হয়েছে, যা থেকে এই হামলার নৃশংসতা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়।সংস্থাটি বলছে, এযাবৎ কালের মধ্যে এটাই বোকো হারামের সবচেয়ে বড়ো হামলা যাতে প্রায় দু`হাজার মানুষ নিহত হয়েছে বলে তারা ধারণা করছেন।বাগা এবং ডরন-বাগার ওপর থেকে স্যাটেলাইটের ছবিগুলো নেয়া হয়েছিল দুই দফায় - প্রথমবার ২রা জানুয়ারিতে আর দ্বিতীয় দফায় ৭ই জানুয়ারিতে।প্রথমটা বোকো হারামের আক্রমণের আগে আর পরেরটি হামলার পরে। এতে দেখা যাচ্ছে বোকো হারাম জঙ্গীরা ঐ দুটি শহরে মোট তিন হাজার ৭০০ বাড়িঘর ধ্বংস করেছে।হামলার আগে ঐ এলাকায় যে গাছপালা দেখা গিয়েছিল। পরের ছবিতে তা ছিল অনুপস্থিত। নদীর ঘাটে যেসব নৌকা বাঁধা ছিল, বোকো হারামের হামলার পর সেগুলোকে আর দেখা যায়নি।মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশলের নাইজেরিয়া বিষয়ক গবেষক ড্যানিয়েল আয়ার জানাচ্ছেন, "খুবই উচ্চ রেজলুশনের এসব ছবির একটি সেটে আক্রমণের আগে মানুষের বাড়িঘর স্পষ্ট দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কোথায় তারা থাকেন, দোকানপাট এবং উপাসনাস্থল। দ্বিতীয় সেটের ছবিগুলো তোলা আক্রমণের পরে। সেই ছবিগুলোতে দেখা যাচ্ছে এসব বাড়ি-ঘরের অনেকগুলোই নেই। বোঝা যাচ্ছে যে ডরন-বাগা শহরটিকে মূলত ধুলোয় মিশিয়ে দেয়া হয়েছে।"নাইজেরিয়ার কর্মকর্তারা বলছেন, বহুজাতিক শান্তিরক্ষীরা বাগা শহরের নিয়ন্ত্রণ ছেড়ে চলে যাওয়ার পর বোকো হারাম গত ৭ই জানুয়ারি সেটা দখল করে। সূত্র : বিবিসি