শরীয়তপুরের গোসাইরহাটের লাকাচুয়া গ্রামে নিপা আক্তার (১১) নামে এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন জানান, হত্যার অভিযোগে মিজানকে গ্রেফতার করা হয়েছে। মিজান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।ছগীর হোসেন/এআরএ/পিআর