লক্ষ্মীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নোমান খসরু রতনকে বিনা কারণে ৭ ঘণ্টা থানায় আটকে রেখে সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের ওসি আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া মোবাইল ফোনে নোমান খসরু রতনকে থানায় ডেকে আনেন। পরে রাত ৯টায় তাকে ছেড়ে দেওয়া হয়।নোমান খসরু রতনের অভিযোগ, সম্প্রতি প্রতিপক্ষের কাছ থেকে প্রভাবিত হয়ে বাবু হোসেন নামের এক যুবককে আটকের পর ইয়াবাসহ চালান করেন সদর থানার দালাল বাজারের অস্থায়ী পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল মিয়া। এ ঘটনায় গত ১ আগস্ট পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন বাবুর স্ত্রী। এছাড়া এএসআই সোহেল মিয়া এলাকার নিরপরাধ লোকজনকে মাদকদ্রব্য বহনের অভিযোগসহ কারণে-অকারণে বিভিন্ন হয়রানি করে আসছেন। রতন এর প্রতিবাদ করায় ওসি আবদুল্লাহ আল মামুন ক্ষিপ্ত হয়ে কোনো কারণ ছাড়াই তাকে থানায় ডেকে নিয়ে ৭ ঘণ্টা আটকে রাখেন। এক পর্যায়ে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাকে ছেড়ে দেয়।লক্ষ্মীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, রতন কোনো মামলার আসামি নন, তার বিরুদ্ধে থানায় অভিযোগ নেই। একটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করে পরে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।কাজল কায়েস/এফএ/এবিএস