রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, শিশু কিশোরদের মাঝে শৈশব থেকে অসাম্প্রদায়িক চেতনা, নিজস্ব সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার বীজ বুনতে হবে। যাতে করে তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ সহমর্মিতা, দেশপ্রেম ও ভালবাসা গড়ে ওঠে। শুক্রবার বেলা ১১টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন খেলাঘরের জাতীয় সম্মেলন ২০১৫ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। হাজার বছর ধরে এ ভূখণ্ডে হিন্দু-মুসলিম-বৌদ্ধ খ্রিষ্টানসহ অন্যান্য ধর্মের জনগণ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। পারস্পরিক সৌহার্দ ও সম্প্রীতির মধ্য দিয়ে নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি স্বাধীনভাবে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে উদযাপন করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি তাই আমাদের সুমহান ঐতিহ্য।খেলাঘরের শিশুদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, তোমাদের এ বয়সে আমরা ছিলাম পরাধীন রাষ্ট্রের নাগরিক। আমাদের না ছিল কথা বলার স্বাধীনতা, না ছিল মত প্রকাশের স্বাধীনতা। সংস্কৃতি চর্চাও ছিল রীতিমত কঠোর শৃঙ্খলে আবদ্ধ। তোমরা তো আজ মুক্ত। তোমাদের চিন্তার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সংস্কৃতি চর্চার স্বাধীনতা চলাফেরার স্বাধীনতা আজ সাংবিধানিকভাবে স্বীকৃত। তোমরা তো স্বাধীন দেশের নাগরিক। তাই তোমাদের সামনে আজ অমিত সম্ভাবনার দ্বার উন্মোচিত। জ্ঞার চর্চার ক্ষেত্রের পরিধিও বিস্তৃত।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে খেলাঘরের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক রিঞ্জন অধিকারী ও সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।