ঝিনাইদহে শীতের তীব্রতার সঙ্গে বেড়েছে শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রাদুর্ভাব। তবে রোগীর বাড়তি চাপ থাকায় চিকিৎসা দিচ্ছে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শয্যার তুলনায় বেশী রোগী ভর্তি হওয়ায় তাদেরকে থাকতে হচ্ছে হাসপাতালের মেঝেতে।জানা গেছে, প্রতিদিন কয়েকশ শিশু এসব রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। রোগীদের সঠিক চিকিৎসায় হাসপাতালের নির্ধারিত বেড ছাড়াও অতিরিক্ত বেডের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া অনেককে মেঝেতে থাকতে হচ্ছে। জেলার ৬টি উপজেলার চিত্রও একই বলে জানা গেছে। ঝিনাইদহ সিভিল সার্জন ডা. মো: আব্দুস সালাম জানান, প্রচন্ড ঠান্ডার কারণে ঝিনাইদহ সদর হাসপাতালে হঠাৎ করেই বেড়েছে শিশু রোগীর সংখ্যা। গত ডিসেম্বর মাসে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয় ৫ হাজার ৫৮৩ জন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয় ৩ হাজার ৫শ’ ৫৭ জন এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয় ২ হাজার ২৬ জন। চলতি মাসেও ও শিশুদের নিউমোনিয়ার সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে।তিনি আরও বলেন, প্রচন্ড শীতের কারনে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগির সংখ্যা দিনদিন বাড়ছে। তবে হাসপাতালে পর্যাপ্ত পরিমান ওষুধ রয়েছে। তাদের উপযুক্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। নিউমোনিয়া ও ডায়রিয়া থেকে রক্ষা পেতে বিশেষ যত্ন নিতে সব পরিবারকে পরামর্শ দিয়েছেন তিনি।