জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দলের প্রধানের পদ থেকে পদত্যাগ করার আহবান জানিয়েছে ‘ক্রান্তিকালীন বিএনপি’ নামে সদ্যগঠিত সংগঠনটি। শুক্রবার সকালে রাজধানীর গুলশানস্থ হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ আহবান জানান সংগঠনটির মুখপাত্র কামরুল হাসান নাসিম।২ ফেব্রুয়ারির মধ্যে বেগম জিয়াকে তার দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগের আহবান জানিয়ে এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্যথায় আগামী ৩ ফেব্রুয়ারি ঢাকা মহানগর বিএনপির ১৭০০ নেতা-কর্মীকে সাথে নিয়ে পদত্যাগে তাকে বাধ্য করা হবে।তার ভাষায় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান শহীদ জিয়াউর রহমানের আদর্শ থেকে দূরে সরে গেছেন। দলের গঠনতন্ত্রও তারা অনুসরণ করছেন না। এ প্রসঙ্গে তিনি তার লিখিত বক্তব্যে বিএনপি’র প্রতিষ্ঠাকালীন ইতিহাস তুলে ধরেন।কামরুল হাসান নাসিম নিজেকে রাজনীতিক ছাড়াও সাংবাদিক ও গবেষক হিসেবে দাবি করে সংবাদ সম্মেলনে বলেন, পরবর্তী কর্মসূচি হিসেবে তারা আগামী ৩০ জানুয়ারি তৃণমূল নেতাকর্মীদের নিয়ে ঢাকায় সমাবেশ করবে। এছাড়াও আগামী ৬ ফেব্রুয়ারি আরও একটি সংবাদ সম্মেলন করার কথাও ঘোষণা করা হয়।বর্তমান বিএনপিতে গণতন্ত্র নেই দাবি করে কামরুল হাসান নাসিম বলেন, এ দলের মধ্যে এখন চলছে স্বৈরতন্ত্র। দলের সর্বস্তরে খালেদা জিয়া ও তারেকের বক্তব্যই চূড়ান্ত হিসেবে ধরা হয়। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপিতে আজ ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির চর্চা চলছে।আগামী এক/দেড় মাসের মধ্যে ‘ক্রান্তিকাল অতিক্রম করে নবযাত্রার বিএনপি’তে অনেক পরিচিত নেতাদের দেখা যাবে বলেও কামরুল হাসান নাসিম দাবি করেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান বিএনপির কেন্দীয় নেতাদের অনেকের সাথে আমার কথা হয়েছে। তারা আমার পেছনে আছেন, আমি সামনে এসেছি। অপেক্ষা করুন, কিছু চমক দেখতে পাবেন। কৌশলগত কারণেই এখন সব কথা বলা যাচ্ছে না।আরএস