জাতীয়

রাজধানীতে বিজিবি মোতায়েন

রাজধানীতে আইনশৃঙ্খলা-পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, আইনশৃঙ্খলা-পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তার জন্য সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত রাজধানীতে বিজিবি মোতায়েন থাকবে। রাজধানীতে নাশকতামূলক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে, সেজন্য জনগণের জানমাল রক্ষায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।-জেইউ