সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, গত ছয় বছরে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। সাধারণ মানুষ বিভিন্ন উৎপাদনমূলক কাজে বিদ্যুৎ ব্যবহার করছে। সারের সমস্যা নেই, কৃষিতেও বেড়েছে উৎপাদন।শুক্রবার বিকালে নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারের সাথে জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের সংযুক্ত বুড়িখোড়া নদীর ওপর নির্মিত সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এস বলেন।বিএনপি-জামায়াত শাসনামলের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই পাঁচ বছরে রাস্তা, ব্রীজ, কালভার্ট নির্মাণ হয়নি। টিআর, কাবিখার বরাদ্দ ঢাকায় বিক্রি হয়েছে। এখন গ্রামগঞ্জে সরকারের বরাদ্দ পৌঁছে যাচ্ছে। উন্নয়ন হচ্ছে সড়ক, সেতুসহ নানা অবকাঠামো।২০ দলীয় জোটের হরতাল অবেরোধের নামে সম্পদ ধ্বংস, মানুষ হত্যার সমালোচনা করে তিনি বলেন, সাধারণ মানুষকে হত্যা করে কী লাভ হচ্ছে বিএনপির, আমরা তা জানি না। অবরোধের নামে দেশের সম্পদ ধ্বংস আর মানুষ হত্যা বিএনপির কোন রাজনীতি, তাও আমরা জানি না।২০১৩ সালের ১৪ ডিসেম্বর নীলফামারীর রামগঞ্জ বাজারে আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও চার আওয়ামী লীগ নেতা-কর্মী হত্যার ঘটনা ঘটেছিল। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে শুক্রবার সেই বাজারের পাশে বুড়িখোড়া নদীর ওপর এলজিইডির অধীনে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো প্রকল্পের অধীনে প্রায় এক কোটি ৩৬ লাখ ব্যয়ে ৭০ মিটার দীর্ঘ ওই সেতুর উদ্বোধন করেন মন্ত্রী।এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ প্রমুখ।আরএস