রাজধানীর মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টের ১৫ নম্বর রোড সংলগ্ন মাঠে ৩২টি দলের অংশগ্রহণে শুরু হয়েছে প্রাণ ক্র্যাকো ব্যাডমিন্টন টুর্নামেন্ট। শুক্রবার রাত সাড়ে ৮টায় এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জে.আর কন্সট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জুয়েল ইসলাম।প্রাণ-আরএফএল গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার আজিম হোসাইন জানান, দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করে মেরুল বাড্ডা বন্ধু মহল। টুনামেন্টের সমাপনী দিনে চ্যাম্পিয়ন গ্রুপকে দেয়া হবে ১০ হাজার টাকা মূল্যের প্রাইজবন্ড এবং রানার আপ গ্রুপকে দেয়া হবে ৫ হাজার টাকা সমমূল্যের প্রাইজবন্ড। একইদিন টুনামেন্টে অংগ্রহণকারী সব খেলোয়ারদের সার্টিফিকেট প্রদান করা হবে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ ফ্রুটস লিমিটেডের হেড অব মার্কেটিং মো. আলী হাসান আলম, সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট এবিএম খায়রুল ইসলাম লিটন প্রমূখ।এমএম/আরএস