জাতীয়

তেজগাঁও ও ধানমন্ডিতে বাসে আগুন

রাজধানীর তেজগাঁও ও ধানমন্ডি এলাকার যাত্রীবাহী দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে আটটা থেকে সোয়া আটটার মধ্যে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মোস্তফা ও মোহাম্মদ আলী।তারা জানান, তেজগাওঁয়ে ঢাকা পলিটেকনিকের সামনে রাত ৭টা ৫০ মিনিটে বলাকা পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্র: জ ১২-২৬৭৬) আগুন দেয় দুর্বৃত্তরা। খবরে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে।অপরদিকে ধানমন্ডির স্টার কাবাবের সামনে রাত সোয়া ৮টায় আরো একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। এ সময় বাসটিতে থাকা কয়েকেজন যাত্রী আহত হয়েছেন বলেও জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মোহাম্মদ আলী।জেইউ/আরএস