চলমান অবরোধে বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় ৩৫ হাজার যানবাহন চলাচল করেছে।১৬ জানুয়ারি শুক্রবারও সকাল ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুলিশকে সাথে নিয়ে বিজিবি‘র নিরাপত্তা প্রহরায় বাস ট্রাক ও কাভার্ড ভ্যান যাতায়াত করেছে। বিজিবি সদর দফতর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।বিজিবি সদর দফতরের পাঠানো এক বার্তায় বলা হয়, দেশের বিভিন্ন এলাকা হতে ৩৪ হাজার ৯`শ ৩টি বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান বিভিন্ন রুটে চলাচল করছে। এর মধ্যে কক্সবাজার-চট্টগ্রাম রুটে ১`শ ৭টি, চট্টগ্রাম-কুমিল্লা-ঢাকা রুটে ৭ হাজার ৪`শ ৭টি, রাজশাহী-বগুড়া-বঙ্গবন্ধু সেতু-ঢাকা রুটে ১ হাজার ৭`শ ১০টি, ঠাকুরগাঁও-দিনাজপুর-রংপুর-বঙ্গবন্ধু সেতু-ঢাকা রুটে ৯`শ ৭১টি, সিলেট-ঢাকা রুটে ৩ হাজার ৬`শ ৮২টি, ময়মনসিংহ-ঢাকা রুটে ৩`শ ৮১টি, ব্রাক্ষ্মণবাড়ীয়া-ফেনী হতে কুমিল্লা-ঢাকা রুটে ১২ হাজার ৭০টি, যশোর-খুলনা-সাতক্ষীরা-দৌলতদিয়া-ঢাকা রুটে ১ হাজার ৬৪টি, যশোর-চুয়াডাঙ্গা-কুষ্টিয়া-লালনশাহ সেতু রুটে ১ হাজার ৮`শটি, বঙ্গবন্ধু সেতু-ঢাকা রুটে ১ হাজার ২`শ ৭৪টি, পাটুরিয়া-ঢাকা রুটে ৯`শ ২৭টি, মাওয়া-ঢাকা রুটে ১ হাজার ৬`শ ৯৬টি এবং কাঁচপুর ব্রিজ-ঢাকা রুটে ১ হাজার ৮`শ ১৪টি।এছাড়াও শুক্রবার রাত এবং শনিবার সকাল থেকে বিজিবি‘র নিরাপত্তায় বিপুল সংখ্যক বাস ও পণ্যবাহী গাড়ী নিরাপত্তা বহরের সাথে যুক্ত হয়ে নিজ নিজ গন্তব্যস্থলে চলাচল করছে।- জেইউ/বিএ