বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখা, দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে রংপুর জেলায় শনিবার সকাল থেকে হরতাল চলছে। হরতাল শেষ হবে সন্ধ্যা ৬টায়।হরতালে দূরপাল্লা ও আন্তঃজেলার মধ্যে ভারী যানবাহন চলাচল না করলেও নগরীতে অটোরিকশা, রিকশা, সাইকেল ও মোটরসাইকেল চলাচল স্বাভাবিক রয়েছে। রংপুর রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে রংপুর দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালে নাশকতার আশঙ্কায় শুক্রবার রাতে জেলা পুলিশ বিএনপির–জামায়াতের ১৮ কর্মীসহ ৫৭ জনকে আটক ও গ্রেফতার করেছে। এরমধ্যে কোতোয়ালি থানা পুলিশ ৯ বিএনপিকর্মী, মিঠাপুকুর থানা পুলিশ ৬ বিএনপিকর্মী, পীরগাছা থানা পুলিশ জামায়তের তিন কর্মীকে আটক করেছে। বাকিদের বিভিন্ন মামলায় আটক করা হয়েছে বলে কন্ট্রোল রুম ইনচার্জ মোহাম্মদ ফরহাদ দ্য রিপোর্টকে জানিয়েছেন।