বিনোদন

বইমেলায় আবুল হায়াতের গল্পের বই

অভিনয়ের পাশাপাশি লেখক হিসেবেও সমান দক্ষ বিশিষ্ট অভিনেতা আবুল হায়াত। এ বছর অমর একুশে বইমেলায় তার একটি গল্পের বই প্রকাশিত হবে। `চোখ গেলো পাখি` শিরোনামের এ বইয়ে মোট তিনটি গল্প স্থান পেয়েছে। গল্পগুলোর শিরোনাম হচ্ছে `রসিয়া`, `খুনি` এবং `চোখ গেলো পাখি`। তার এ বইটি শব্দশিল্প প্রকাশনী থেকে বের হবে। এ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, `অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই আমার লেখালেখির অভ্যাস রয়েছে। বিগত কয়েক বছর ধরেই প্রতি বইমেলায় অন্তত একটি করে হলেও বই পাঠকদের উপহার দেয়ার চেষ্টা করছি। আশা করছি, আমার ভক্ত-পাঠকরা আসছে বইমেলা থেকে আমার গল্পের বইটি সংগ্রহ করবেন। আমিও শুটিংয়ের ফাঁকে কয়েকবার মেলায় যাওয়ার পরিকল্পনা করেছি।` তিনি আরো বলেন, `অভিনয়ের চাপে এখন আর আগের মতো লেখালেখি করতে পারছি না। তবে মাঝে মধ্যে কয়েকটি জাতীয় দৈনিকে সমসাময়িক বিষয়ের ওপর লিখছি।` উল্লেখ্য, গত বছরের বইমেলায় প্রকাশিত হয়েছিল আবুল হায়াতের গল্পের বই `শোধ`। এ পর্যন্ত আবুল হায়াতের ২৩টি বই প্রকাশিত হয়েছে।