রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুস সাত্তার(৫০)। তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা বলে জানা গেছে।শাহবাগ থানার এসআই রবিউল ইসলাম জানান, সকালে প্রেসক্লাবের সামনে আব্দুস সাত্তার দাঁড়িয়ে ছিলেন। এ সময় যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা গাবতলীগামী ৮ নম্বর বাস তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক সাত্তারকে মৃত ঘোষণা করেন।ঢামেক এলাকার এনএসআইয়ের কর্মকর্তা পরাশ জানান, এম এ সাত্তার এনএসআইয়ের সদস্য ছিলেন। তিনি গুলশান এলাকায় কর্মরত ছিলেন।