দেশজুড়ে

হাতীবান্ধায় অগ্নিকাণ্ডে ৩ দোকান ভস্মীভূত

লালমনিরহাটের হাতীবান্ধায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত হয়েছে। রোববার ভোরে উপজেলার বড়খাতা ইউনিয়নের হাফেজ সাহেবের মাজারের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোরে উপজেলার বড়খাতা ইউনিয়নের হাফেজ সাহেবের মাজারের সামনে অবস্থিত একটি মুদির  দোকানে হঠাৎই আগুন লাগে। আগুন দেখে আশপাশের লোকজন ছুটে এসে তা নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। আগুন দ্রুত পাশের আরো দুটি দোকানে ছড়িয়ে পড়ে। পরে উপজেলা ফায়ার-সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও তিনটি দোকোনের তিনটি ফ্রিজ, সার, বয়লার মুরগি, কাপড়, চালসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুর রহমান জানান, তার দুটি দোকানের প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।অপর এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, তার সার ও টেইলার্স মিলে একটি দোকানের প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।হাতীবান্ধা ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ শ্রী অশোক কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।রবিউল হাসান/এসএস/এমএস