ক্যাম্পাস

রাবির দুই হলে পুলিশের তল্লাশি, আটক ৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নওয়াব আব্দুল লতিফ ও সৈয়দ আমীর আলী হলে শুক্রবার গভীর রাতে তল্লাশি চালিয়েছে মতিহার থানা পুলিশ। এসময় শিবির সন্দেহে ৬ শিক্ষার্থীকে আটক করা হয়।আটককৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম। পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আব্দুল মোমিন, রসায়ন বিভাগের শিক্ষার্থী আসগর আলী, আব্দুস সামাদ, জাহিদুর রহমান।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৯ম সমাবর্তনে রাষ্টপতির আগমন উপলক্ষে ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়েছে।নাশকতা সৃষ্টি করতে দুষ্কৃতিকারীরা হলে অবস্থান করছে এমন সংবাদের ভিক্তিতে নওয়াব আব্দুল লতিফ ও সৈয়দ আমীর আলী হলে তল্লাশি চালানো হয়েছে।এসময় দুই হল থেকে সন্দেহভাজস হিসেবে মোট ৬ জন আটক করা হয়। তাদের মতিহার থানায় জিজ্ঞাসাবদ করা হচ্ছে বলেও জানান তিনি।বিএ