দেশজুড়ে

ভূমি কমিশন আইন বাতিলের দাবিতে মানববন্ধন

ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (ভূমি কমিশন) আইন বাতিলের দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছে বাঙালি ভিত্তিক চারটি সংগঠন। রোববার সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে তারা এ মানববন্ধন করেন। প্রস্তাবিত আইনকে কালো আইন আখ্যা দিয়ে বক্তারা বলেন, এই আইনে যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে না। কমিশনে বাঙালিদের কোনো প্রতিনিধি না থাকাতে পার্বত্য চট্টগ্রামের বাঙালি জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত হবে না। বাঙালিরা তাদের ভূমির অধিকার হারাবে। পার্বত্য বাঙালিরা এই আইন মেনে নেবে না জানিয়ে বক্তরা বলেন, প্রয়োজনে বুকের রক্ত দিয়ে এই আইন প্রতিহত করা হবে। এছাড়া আগামী ১০ আগস্ট ভূমি কমিশন আইন বাতিলের দাবিতে বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল পালনের জন্য সবাইকে আহ্বান জানান। মানববন্ধনে বাঙালি ভিত্তিক চার সংগঠন-পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য গণপরিষদ, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। সৈকত দাশ/এসএস/আরআইপি