দেশজুড়ে

সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে মৎস্যজীবীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনন্দ দাস (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ভাটেরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনন্দ দাস কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকার গোবিন্দ দাসের ছেলে। তিনি পেশায় একজন মৎস্যজীবী বলে জানা গেছে।স্থানীয়রা জানান, বর্ষার পানিতে আসা মাছ ধরে রাখার জন্য বিলের দলবেড়ে (কাটাল) ভাটেরা গ্রামের মো. আলী মিয়ার কাছ থেকে ২৭ হাজার টাকায় পাঁচটি আম গাছের ডাল কেনেন আনন্দ দাস। রোববার ছেলে সজল ও রুনু মিয়া নামের এক ব্যক্তিকে নিয়ে আসেন ডাল কাটার জন্য। তবে ডালের মধ্যে ডিস লাইনের তারে বিদ্যুৎ সঞ্চালিত ছিল। আনন্দ দাস হাত দিয়ে ওই তার সরানোর চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগোনিউজকে জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।আজিজুল সঞ্চয়/এফএ/আরআইপি