আগে পতাকা উত্তোলিত হতো। গত ছয় মাসের মধ্যে একদিনও জাতীয় পতাকা উত্তোলন করতে দেখিনি। জাগো নিউজের কাছে এমন অভিযোগ করেন সেটেলমেন্টের সামনে থাকা প্রমিলা ফার্মেসির সত্ত্বাধিকারী রিপন।তিনি আরও বলেন, এখানকার দায়িত্বে থাকা লোকজন সব সময় ঘুষ গ্রহণে ব্যস্ত থাকে অথচ অফিসের সামনে পতাকা উত্তোলনের জন্য খুটি নির্মিত থাকলেও তাতে জাতীয় পতাকা উড়ে না। এটা খুবই দুঃখজনক। এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন জাগো নিউজকে বলেন, যেহেতু উপজেলা পরিষদ এলাকার মধ্যে সেটেলমেন্ট অফিসটি অবস্থিত সেহেতু বাউন্ডারির মধ্যে একটা পতাকা উত্তোলনই যথেষ্ট। এর বাইরে যদি কোনো সরকারি অফিস পতাকা উত্তোলন না করে তবে সেটি দণ্ডনীয়।তালা সেটেলমেন্ট অফিসের সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা গাজী মনিরুজ্জামান বলেন, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বার এমন বিশেষ বিশেষ দিনগুলোতে আমরা জাতীয় পতাকা উত্তোলন করি। তাছাড়া দৈনিক উত্তোলন করা হয় না। আকরামুল ইসলাম/এফএ/এবিএস