দেশজুড়ে

রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ী জেলা সদরের পাঁচুরিয়া ইউনিয়নে গোসল করার সময় পুকুরের পানিতে ডুবে আবু বক্কর (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত আবু বক্কর পাঁচুরিয়া ইউনিয়নের ব্রামনদিয়া গ্রামের অব্দুর রব পাটওয়ারীর ছেলে। মৃত শিশুর চাচা আব্দুর রশিদ জানান, দুপুরে কয়েকটি বাচ্চা বাড়ির পাশের পুকুরে গোসল করছিল। ওদের দেখে কোনো এক সময় আবু বক্কর পেছন দিয়ে পুকুরে নেমে যায়। তা কেউ খেয়াল করেনি। অনেক খোঁজাখুঁজির পরে বক্করের দেহ পুকুর থেকে উদ্ধার কর স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  রুবেলুর রহমান/এএম/এবিএস