দুইদিন বিরতি পর অনুশীলনে ফিরেছেন জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। অস্ত্রপচারের পর পুনর্বাসনে থাকা তামিম শনিবার করেছেন স্বল্প সময় ব্যাটিং অনুশীলন। অস্ট্রেলিয়ায় চিকিৎসা নিয়ে গত বুধবার রাতে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের এই ওপেনার। দুই দিন ক্যাম্প বন্ধ থাকায় বিশ্রামে ছিলেন তিনিও। শুক্রবার বিসিবির ডাক্তার দেবাশিষ চৌধুরী জানান, তামিম শনিবার মিরপুরে আসবেন এবং চলমান ক্যাম্পে যোগও দেবেন।উল্লেখ্য, এখনো বিশ্বকাপ স্কোয়াডের একজন বাকি। তিনি সাকিব আল হাসান। বিগ ব্যাশে খেলার জন্য তিনি রয়েছেন অস্ট্রেলিয়ায়। বাকিরা প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন যথারীতি।