বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১৫ হাজার পিস ইয়াবাসহ ২ মিয়ানমার নাগরিককে আটক করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার ঘুনধুম ইউনিয়নের ঘোনার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলেন-মো. ইয়াসিন (৩০) ও ইমান হোসেন (২৮)।পুলিশ জানায়, একটি জিপে করে ইয়াবা ট্যাবলেট কক্সবাজার সদরে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এসআই এরশাদ উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় জিপের ভেতর একটি যন্ত্রের মধ্যে লুকানো অবস্থায় ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পুলিশ সুপার সঞ্জিত কুমান রায় জানান, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের দাম প্রায় ৩০ লাখ টাকা। গ্রেফতারদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক পাচার আইনে মামলা করা হয়েছে।সৈকত দাশ/এসএস/আরআইপি