রাজনীতি

বিএনপির অবরোধ এখন পত্রিকা আর টেলিভশনে : মেনন

বিএনপির অবরোধ এখন পত্রিকার পাতায়, টেলিভশন এবং বিবৃতির মধ্যে সীমাবদ্ধ বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। শনিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি, তে-ভাগা আন্দোলনের নেতা কমরেড অমল সেনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন বার বার সংলাপের কথা বলছে। শর্ত দিয়ে কোন আলোচনায় বসলে তা সফল হয় না। তাই বিএনপির সাথে সংলাপের কোন সুযোগ নেই।রাশেদ খান মেনন বলেন, বেগম খালেদা জিয়া ৫ জানুয়ারি নির্বাচন ঠেকাতে যেমন ব্যর্থ হয়েছিলেন, তেমনি আন্দোলনে ব্যর্থ হয়ে মানুষ হত্যা শুরু করেছেন। ২০ দলীয় জোটের ডাকা অবরোধে জনগণের কোন অংশগ্রহণ নেই। মুষ্টিমেয় কিছু লোক সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে। শ্রমজীবি গরীব মানুষেরাই এই অবরোধের শিকার হচ্ছে।এই হঠকারী পথ থেকে সরে এসে সত্যিকার অর্থে গণতান্ত্রিক পথে রাজনৈতিকভাবে আন্দোলন করার জন্য তিনি বিএনপির প্রতি আহবান জানান তিনি।নড়াইলের সীমান্তবর্তী বাঁকড়ীতে দু’দিনব্যাপি স্মরণসভা ও মেলায় অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ও ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, এডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ এমপি, এডভোকেট শেখ হাফিজুর রহমান এমপি, পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস, আনিসুর রহমান মল্লিক, হাফিজুর রহমান ভূঁইয়া, নড়াইল জেলা সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম প্রমূখ।আরএস