দেশজুড়ে

গোবিন্দগঞ্জে ইক্ষু খামার এলাকায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় আগামী কাল মঙ্গলবার সকাল থেকে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। একই স্থানে একই সময়ে ইক্ষু খামার এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও খামারের কর্মকর্তা-কর্মচারীর পাল্টাপাল্টি সমাবেশ ডাকাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়।   সোমবার বিকেল ৫টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হান্নান এ ঘোষণা দেন। সেই সঙ্গে পরবর্তী ঘোষণা দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও জানানো হয়।  নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান জানান, সাহেবগঞ্জ-বাগদা ফার্ম এলাকার ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মঙ্গলবার সকালে খামার এলাকায় সমাবেশ আয়োজন করে। একই দিনে সাহেবগঞ্জ ইক্ষু খামারের কর্মকর্তা-কর্মচারীরাও সেখানে সমাবেশের ডাক দেয়। একই দিনে পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কা রয়েছে। এ কারণে খামার এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়। তিনি আরো জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে ১৪৪ ধারা কার্যকর হবে। এ সময়ে ওই এলাকায় কোনো প্রকার সভা-সেমিনার, মিছিল করা যাবে না।  উল্লেখ্য, জুলাই মাসের প্রথম সপ্তাহে সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি বাপ-দাদার সম্পত্তি দাবি করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ অন্যান্য লোকজন দখল করে বসতবাড়ি নির্মাণ করে। পরবর্তীতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে গেলে গত ১২ জুলাই ভূমি উদ্ধার কমিটির লোকজনের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়। সেই থেকে ওই স্থানে শান্তি শৃঙ্খলা রক্ষায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। অমিত দাশ/এএম/পিআর