দেশজুড়ে

কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়া এলাকায় জোয়ারের তোড়ে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। বাঁধ ভেঙে যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি। রোববার রাতে ও সোমবার দুপুরে কপোতাক্ষের ৭/২নং পোল্ডারে প্রায় দুইশ হাত বাঁধ ছাপিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে কুড়িকাউনিয়া, প্রতাপনগর ও শ্রীপুর গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। পরে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধ সংস্কার করলেও আতঙ্ক কাটেনি।পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী ফারুক আহমেদ জানান, ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেছি। এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধটি সংস্কার করায় পানি ঢোকা বন্ধ হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে রিং বাঁধ দিয়ে স্থায়ীভাবে সংস্কার করা হবে। আকরামুল ইসলাম/এসএস/পিআর