রাজধানীর গাবতলীতে পেয়াজ ভর্তি ট্রাক উল্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার রাত পৌণে একটায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন আবদুস সোবহান ও তাইজউদ্দিন।এ ঘটনায় আহত হয়েছেন ইউসুফ, ইয়াকুব ও রাজীব নামে আরো তিনজন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত আবদুস সোবহানের ভাতিজা দেলোয়ার হোসেন জানান, রাতে ফরিদপুর থেকে ট্রাকভর্তি পেঁয়াজ নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। রাত সোয়া ১২টার দিকে ট্রাকটি গাবতলী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।এতে ট্রাকটি আইল্যান্ডে উঠে উল্টে যায়। ঘটনাস্থলে তার চাচা আবদুস সোবহান মারা যান। আহত হন চারজন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তাইজউদ্দিনের মৃত্যু হয়।দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতালে রাখা হয়েছে।বিএ