স্প্যানিশ লা লিগায় আজ মাঠে নামছে রিয়াল, বার্সা, অ্যাতলেটিকো মাদ্রিদ। গেটাফের মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। রিয়ালের মত বার্সেলোনাও খেলতে যাবে প্রতিপক্ষ দেপোর্তিভো লা করুণার মাঠে। আর বর্তমান চ্যাম্পিয়ন অ্যাতলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ গ্রানাডা।লিগের সর্বশেষ ১৪টি ম্যাচের ১৩টিতেই জয়ের মুখ দেখা রিয়াল ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের শীর্ষস্থানে। ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান দ্বিতীয়। বার্সার সমান সংখ্যক ম্যাচ খেলে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ইত্তিহাদে আর্সেনালের মুখোমুখি হচ্ছে ম্যানসিটি। ইনজুরির কারণে আগুয়েরো ও এডিন জেকোকে আজ পাচ্ছেন না পেলেগ্রিনি। মেসুত ওজিল, আরন রামসি ও থিও ওয়ালকট ফিট হয়ে ওঠায় সিটির মাঠে শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে আর্সেনাল।