আন্তর্জাতিক

মালিতে শান্তিরক্ষী নিহত

মালিতে জাতিসংঘের এক শান্তিরক্ষী নিহত হয়েছে। শনিবার মালির উত্তরাঞ্চলীয় শহর কিদালে জাতিসংঘের ঘাঁটিতে জঙ্গিরা হামলা করলে ওই শান্তিরক্ষীর মৃত্যু হয়।স্থানীয়রা জানায়, কিদালের জাতিসংঘ ও ফরাসি সামরিক ঘাঁটিতে শনিবার স্থানীয় সময় ভোর ৬টার দিকে গোলাগুলি শুরু হয়। এসময় রকেট বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রায় ১০ মিনিট গোলাগুলি চলে। খবর রয়টার্স। স্থানীয়রা আরও জানায়, দুই জঙ্গি গাড়িবোমা নিয়ে আত্মঘাতি হামলা চালায়। এতে একজন শান্তিরক্ষী নিহত ও অন্তত ৫জন আহত হয়েছে। নিহত শান্তিরক্ষী শাদের নাগরিক।জাতিসংঘের মালি মিশনের (মিনসুমা) একজন মুখপাত্র হামলার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে পারেননি।