সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঈশ্বরদী-ঢাকা রুটের রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উল্লাপাড়া স্টেশন থেকে ৪ কিলোমিটার দূরের মণ্ডলজানি গ্রামে এ ঘটনা ঘটে। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, রাতে রেলপথে আগুন দেখে এলাকাবাসী হৈ চৈ শুরু করে। এর পরপরই রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল পার হয়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। তবে স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত আগুন নিভিয়ে ফেলায় রেললাইনে তেমন কোন ক্ষতি হয়নি বলে জানান ওসি তাজুল হুদা।বিএ/এসআরজে