রাজনীতি

এবার গুলশান কার্যালয়ে ডিএমপির ক্যামেরা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে হঠাৎ করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কঠোর নিরাপত্তার অংশ হিসেবে রোববার সকাল থেকেই কার্যালয়ের সামনে বসানো হয়েছে ডিএমপির ক্যামেরা।সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরারা পাশাপাশ ডিএমপি থেকে একটি ক্যামেরা গুলশান কার্যালয়ের সামনে বসানা হয়েছে। ডিএমপির পুলিশ কন্সটেবল কামরুল আহসান ক্যামরাটি পরিচালনা করছেন।গুলশান কার্যালয়ের সামনে ডিএমপির ক্যামেরা রাখার বিষয়ে গুলশান জোনের ডিসি লুৎফুল কবির এ বিষয়ে কিছুই জানেন না বলে গণমাধ্যমকে জানিয়েছেন। তবে ক্যামেরা পরিচালনাকারী পুলিশ কন্সটেবল কামরুল আহসান জানান ডিএমপি থেকেই তাদের পাঠানো হয়েছে।পাশাপাশি রোববার সকাল থেকেই গুলশান এলাকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে।এদিকে শনিবার দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তালা লাগানো হলেও রোববার সকাল থেকেই প্রধান ফটকে তালা দেখা যায়নি। কখন তালাটি খুলে ফেলা হয়েছে এ ব্যাপারে পুলিশের কাছ থেকে কোন তথ্য পাওয়া যায়নি।এমএম, আরু