ফ্যাব্রিগাসের দীর্ঘ দিনের বান্ধবী ড্যানিয়েলা সিম্যান। এ জুটির একটি কন্যা সন্তান রয়েছে। তার বয়স ২০ মাস। আবারও কন্যা সন্তানের বাবা হতে চলেছেন তিনি। সিম্যান-ফ্যাব্রিগাসের ঘর আলোকিত করতে আসছে আরেক কন্যা সন্তান।সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে চেলসির স্প্যানিশ মিডফিল্ডার লিখেছেন,আমাদের ঘরে আরেক রাণী আসছে।ভালো থেকো তুমি! ধন্যবাদ আমার পরিবারকে,যারা আমাকে বিষয়টি প্রথম জানিয়েছে। চলতি মৌসুমে বার্সেলোনা ছেড়ে চেলসিতে যোগ দিয়েছেন স্প্যানিশ এই মিডফিল্ডার। ইংলিশ এই ক্লাবে এখন দারুণ সময় পার করছেন তিনি।