রাজনীতি

সোমবার জিয়ার মাজারে শ্রদ্ধা জানাবে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার শেরেবাংলা নগরস্থ শহীদ জিয়ার মাজারে পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানাবে বিএনপি।রোববার দুপুরে বিএনপির সহদফতর সম্পাদক মো. আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।বিবৃতিতে জানানো হয়, সোমবার বেলা ১১টায় শেরেবাংলা নগরস্থ শহীদ জিয়ার মাজারে পুস্পার্ঘ্য অর্পণ করা হবে। পুস্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে শহীদ জিয়ার মাজারে উপস্থিত থাকার জন্য বিবৃতিতে অনুরোধ জানানো হয়েছে।এমএম/বিএ