সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এএসআইসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার সকাল ও ভোরে এ সকল দুর্ঘটনা ঘটে।নিহত এএসআই নাম নুরুল ইসলাম (৩০) কামারখন্দ চর বড়ধুল গ্রামের ওয়াহাব আলী সরকারের ছেলে এবং পাবনার ঈশ্বরদী থানায় কর্মরত ছিলেন। অন্যজন যশোরের কেশবপুর থানার তেঘুড়ী গ্রামের আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে কাঁচামাল ব্যবসায়ী মতিয়ার রহমান (৫০)।হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, বুধবার রাত ৩টার দিকে গাড়িচাপায় মতিয়ার রহমান নিহত হন। অন্যদিকে, সকালে মহাসড়কের বনপাড়ায় মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কর্মস্থল পাবনার ঈশ্বরদী যাচ্ছিল এএসআই নুরুল ইসলাম। পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সাতটিকরীতে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ মরদেহ উদ্ধার ও ঘাতক ট্রাক আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় দুইটি মামলা হয়েছে। বাদল ভৌমিক/এসএস/এমএস