রাজনীতি

খামারবাড়ীতে বাসে আগুন : ২ ছাত্রী দগ্ধসহ আহত ৩

রাজধানীর তেজগাঁও এলাকার মনিপুরিপাড়া সংলগ্ন খেজুরবাগান এলাকায় যাত্রাবাহী একটি বাসে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ইডেন কলেজের দুই ছাত্রী দগ্ধসহ ৩ জন আহত হয়েছেন। রোববার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।আহত ছাত্রীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছ। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নীলুফার ইয়াসমিন।আহতরা হলেন- সাথী আক্তার (১৯) ও জুঁথি আক্তার (১৯) ও মাইমুনা আক্তার (১৯)। তাদের মধ্যে সাথী ও জুঁথির পা ঝলসে গেছে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন মাইমুনা।জাগো নিউজকে অফিসার নীলুফার ইয়াসমিন বলেন, রোববার দুপুর ১টা ৫০ মিনিটে কয়েকজন দুর্বৃত্তরা আজিমপুর-মিরপুর-১০ গামী বিকল্প সিটিং সার্ভিস বাসে (ঢাকা মেট্রো-ঘ-১১-৬৬) আগুন দেয়। পরে স্থানীয়দের খবরে তেঁজগাও জোন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে শেরে বাংলা থানার ওসি গোপাল গনেশ বিশ্বাস জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে।এ ঘটনায় ৩ জন আহত হয়েছে জানালেও কেউ দগ্ধ হয়েছেন কিনা সে ব্যাপারে কোনো তথ্য নেই বলে জানান ওসি গোপাল গনেশ বিশ্বাস।জেইউ/আরএস