অর্থনীতি

আওলাদ হোসেন অগ্রণীর নতুন ডিএমডি

জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক থেকে পদোন্নতি পেয়ে অগ্রণী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে যোগদান করেছেন আওলাদ হোসেন। রোববার তিনি অগ্রণী ব্যাংকে যোগদান করেন।নতুন এই কর্মস্থলে যোগদানের সময় রোববার অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সৈয়দ আবদুল হামিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মূহম্মদ আউয়াল খান, মিজানুর রহমান খান তাকে ফুলেল শুভেচ্ছা জানান।বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন ১৯৭৭ সালে সিনিয়র অফিসার পদে যোগদান করেন। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা বাগবাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।এসএ/আরএস