দেশজুড়ে

বেগমগঞ্জে অবৈধ গ্যাস লাইন স্থাপনের অভিযোগ

নতুন করে গ্যাস সংযোগ দেয়ার নিষেধাজ্ঞা থাকলেও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুরে অবৈধভাবে গ্যাস লাইন স্থাপনের অভিযোগ পাওয়া গেছে। আর এ সংযোগ দেয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বাখরাবাদ গ্যাস কোম্পানির কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধে। সরেজমিনে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লাউতলি গ্রামে গিয়ে দেখা যায়, ছোলতানিয়া আজিজুল উলুম মাদরাসা সংলগ্ন বাড়ির সামনে ২০ ফুটের ১২টি গ্যাস লাইনের পাইপ। এ বাড়ির সামনে দিয়ে পাকা সড়কের পাশে কয়েকটি স্থানে মাটি খোঁড়া এবং বেশ কিছু স্থান ভরাট করা। সামনে আরো কিছুদূর গিয়ে দেখা যায় বেশ কয়েকটি দোকানঘর।স্থানীয় এলাকাবাসীর সঙ্গে গ্যাস সংযোগ নিয়ে কথা বলতে চাইলে ভয়ে অনেকে কথা বলতে চায় না। এক পর্যায়ে তারা বলতে থাকেন, এলাকার ফারুক নামে জৈনক ব্যক্তি আগে বিদেশ ছিলেন। স্থানীয়ভাবে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। মূলত তার নেতৃত্বে দুলালসহ আরো বেশ কয়েকজন লাউতলি গ্রামের বাড়িতে বাড়িতে গ্যাস সংযোগ এনে দেওয়ার নাম করে গত এক বছর থেকে বিভিন্ন কৌশলে টাকা আদায় করে নিয়েছেন।তারা ১৪৫ জনের কাছ থেকে প্রথম ধাপে ১৫ হাজার টাকা করে নিয়ে এখন তারা গ্যাস পাইপ বসানোর কাজ করছে। তবে এলাকার অনেকে গ্যাস পাওয়ার আশায় ১৫ হাজার টাকা করে দিলে তাদের আরো ৪০ থেকে ৪৫ হাজারদেয়ার জন্য বলা হয়েছে। এতে অনেকে রাজি হলেও আবার অনেকে গ্যাস পাইপ লাইন বসানোর অবস্থা দেখে তাদের বিশ্বাস হচ্ছে না আদৌ গ্যাস আসবে কিনা। এলাকাবাসী আরো জানান, জুলাই মাসের ২২ তারিখ থেকে পাইপগুলো গ্রামে আনার পর তারা দেখেছে বেশ কয়েকজন কর্মকর্তা উক্ত এলাকায় এসে কাজের অগ্রগতি দেখেছেন। তারা জানান, গ্রামে গ্যাস পাইপ লাইন বসানোর পেছনে বাখরাবাদ গ্যাস কোম্পানির লোকজন জড়িত রয়েছে। নাহলে এতো বড় অনিয়ম স্থানীয় লোক করার সাহস পেতো না। এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোম্পানির নোয়াখালী অফিসের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সোলায়মান জানান, স্থানীয়দের সঙ্গে অন্য কোনো স্থানের কেউ থাকতে পারে। তারা ইতোমধ্যে বিষয়টি অবহিত হয়ে উপজেলা ট্রাস্কফোর্সের আহ্বায়ক  বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার একেএম রেজাউর রহমানকে অবহিত করেছেন। তিনি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন।উপজেলা ট্রাস্কফোর্সের আহ্বায়ক বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার একেএম রেজাউর রহমান জাগো নিউজকে জানান, তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন এবং প্রয়োজনীয় সব ধরনের প্রস্ততি সম্পন্ন করে দ্রুত অভিযান চালাবেন। মিজানুর রহমান/এসএস/পিআর