জাতীয়

আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার দুপুরে স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বোমার আঘাতে গুরুতর আহত পুলিশ সদস্য শামীম মিয়াকে দেখতে যান। শনিবার সন্ধ্যায় রমনা পার্কের পাশের রাস্তায় এ বোমা হামলার ঘটনা ঘটে। তিনি চিকিৎসকদের কাছে শামীম মিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তার সুচিকিৎসার নির্দেশ দেন। এসময় উপস্থিত পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে বোমাবাজ ও অগ্নিসংযোগকারীদের দ্রুত গ্রেফতার করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।পরে প্রধানমন্ত্রী একই হাসপাতালে চিকিৎসাধীন সাবেক সেনাপ্রধান জেনারেল মোস্তাফিজুর রহমানের কন্যা ডা. শাহানাজকে দেখতে যান।