বাগেরহাটে ঝড়ে গাছ চাপায় গীতা দত্ত (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সদর উপজেলার খানপুর ইউনিয়নের চুলকাঠি বাজারে বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। গীতা দত্ত সদর উপজেলার কররী গ্রামের মৃত গবিন্দ দত্তের স্ত্রী।বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলাম জানান, গীতা দত্ত চুলকাঠি বাজারের রাস্তার পাশের একটি ঝুপড়ি ঘরে বসবাস করতেন। বুধবার সকালে বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস শুরু হলে তার ঘরের ওপর গাছ পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাগেরহাটসহ উপকূল অঞ্চলে তিন নম্বর সতর্ক সংকেত থাকায় বুধবার রাত ২টার দিকে প্রবল দমকা হাওয়া বইতে শুরু করে। রাত থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত থেমে থেমে ঝড়োহাওয়ার সঙ্গে ভারি বর্ষণে জেলার নিম্নাঞ্চলে বসবাসকারী অসংখ্য মানুষের ভোগান্তি বেড়েছে । তিনি আরো জানান, পুরনো বাগেরহাট-রুপসা সড়ক, রামপাল-বাগেরহাট সড়কসহ কয়েকটি রাস্তায় গাছ পড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। প্রশাসনের লোকজন সকাল থেকে স্থানীয়দের সঙ্গে নিয়ে রাস্তার ওপর পড়ে থাকা গাছ সরিয়ে সড়কের প্রতিবন্ধকতা দূর করার চেষ্টা করছে।শওকত আলী/এআরএ/এমএস