শরীয়তপুর জেলায় র্যাকসিন লাগাতে গিয়ে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মী মো. সালাম শেখের (৩২) মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত মো. সালাম শেখ সদর উপজেলার ভূচুরা গ্রামের সিকিম আলীর ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বৃষ্টি পানিরোধে র্যা কসিন লাগাতে গিয়ে পা পিছলে পড়ে তার মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে মৃতের পরিবার থানায় এখনো অভিযোগ করেনি।মো. ছগির হোসেন/এএম/এবিএস