নোয়াখালীতে ট্রাকচাপায় মঞ্জুরুল আলম (৪০) নামে ব্র্যাকের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ সময় আরো দুইজন আহত হয়েছে। বুধবার রাতে জেলা সদরের সোনাপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জুরুল আলম ব্র্যাকের লক্ষ্মীপুর জেলার রায়পুর শাখা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং ভোলা সদর উপজেলার রতনপুর গ্রামের অলিউর রহমানের ছেলে। ব্র্যাকের নোয়াখালী আঞ্চলিক অফিসের হিসাব ব্যবস্থাপক সঞ্জিত কান্তি চৌধুরী জানান, মঞ্জুরুল আলম বুধবার সকালে ব্র্যাকের সদর উপজেলা অফিসে সংস্থার একটি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে বুধবার নোয়াখালী আসেন। রাত ৮টার দিকে অটোরিকশাযোগে সোনাপুর থেকে অফিসে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় তিনি অটোরিকশা থেকে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।সুধারাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।মিজানুর রহমান/এসএস/আরআইপি