দেশজুড়ে

টানা বৃষ্টিতে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত : দুর্ভোগে মানুষ

দুইদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরা সদরসহ উপজেলা পর্যায়ের গ্রামঞ্চল। ভেসে গেছে ফসলি জমি, পুকুর ও মৎস্য ঘের। অসংখ্য মানুষের ঘরবাড়ি ও রাস্তা পানিতে ডুবে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে জেলার লক্ষাধিক মানুষ। সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া ও আশাশুনি উপজেলার তিন শতাধিক গ্রাম এখন পানির নিচে। তিন উপজেলার পানি কপোতাক্ষ, বেতনা নদ ও প্রাণ সায়ের খাল দিয়ে প্রবাহিত হতো কিন্তু এখন আর প্রবাহ না থাকায় পানি নিষ্কাশিত হচ্ছে না।জেলা সদরের বিজিবি দফতর, অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও উপজেলা সদরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তালা উপজেলার তালা সদর, ইসলামকাটি, খলিলনগর, জালালপুরসহ আরো কয়েকটি ইউনিয়ন পানিতে নিমজ্জিত। মানুষের কাঁচা ঘরবাড়ি ধ্বংসের উপক্রম। জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দীন জাগো নিউজকে জানান, দ্রুত পানি নিষ্কাশন করার চেষ্টা করা হচ্ছে। তাছাড়া জেলার সার্বিক অবস্থার বিষয়টি ঊর্ধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আকরামুল ইসলাম/এসএস/আরআইপি