চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি এলাকা থেকে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়।আটক বেনজির আলম (২০) শিবগঞ্জ উপজেলার উপরচাকপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কর্মকর্তা এএসপি মো. নূরে আলম জানান, উপজেলার কয়লাবাড়ি এলাকায় অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে সেখানে অভিযান চালায় র্যাব-৫ এর একটি দল। এসময় দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ বেনজিরকে আটক করা হয়।মোহা. আব্দুল্লাহ/এআরএ/এমএস