জাতীয়

দশম জাতীয় সংসদের ৫ম অধিবেশন বসছে বিকেলে

দশম জাতীয় সংসদের ৫ম অধিবেশন সোমবার বিকেল ৪টায় শুরু হচ্ছে। গত ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশনের আহবান করেন।শীতকালীন অধিবেশনের পাশাপাশি এটি হবে নতুন বছরের অর্থাৎ ২০১৫ সালের প্রথম অধিবেশন। সংবিধান অনুযায়ি বছরের প্রথম অধিবেশন হিসাবে এ অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের কর্মকান্ড ও জাতীয় উন্নয়নের ভবিষ্যৎ দিকনির্দেশনামূলক ভাষণ দিবেন।এ অধিবেশনে রাষ্ট্রপতির দেয়া ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। সে হিসাবে এ অধিবেশন দীর্ঘতর হওয়ার কথা রয়েছে। এছাড়াও এ অধিবেশনে আইন প্রণয়ন ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যূতে আলোচনা অনুষ্ঠিত হবে। সোমবার বিকাল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় আসন্ন অধিবেশনের কার্যসূচি ও মেয়াদ চূড়ান্ত করা হবে।সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে এ অধিবেশনের জন্য এ পর্যন্ত দু’টি নতুন বিল জমা পড়েছে। নতুন বিল দু’টি হচ্ছে ফাইনান্সিয়াল রিপোর্টিং বিল ২০১৫ ও ফরমালিন নিয়ংন্ত্রণ বিল ২০১৫। সূত্র : বাসস