কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অহিদুল ইসলাম নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।সোমবার সকাল সাড়ে ১০টায় মহাসড়কের চৌদ্দগ্রাম বিসিক শিল্পনগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই জন।নিহত অহিদুল ইসলাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ বসন্তপুর গ্রামের মৃত জাব্বার আলীর ছেলে। তিনি এলাকায় রিকশা চালাতেন বলে জানা গেছে।আহত দু`জনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জাগো নিউজকে জানান, সকালে শিল্পনগরী এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশার সাথে ঢাকাগামী একটি কার্ভাডভ্যানের সংঘর্ষ হয়।এসময় অটোরিকশার চালক অহিদুলসহ তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অহিদুলকে মৃত ঘোষণা করেন।বাকি দু`জনকে আশঙ্কাজনক অবস্থায় কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক কার্ভাডভ্যানটিকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।বিএ